মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – ৫১২টি শূন্য পদে চাকরি

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ বিশাল আকারে কর্তৃপক্ষ হতে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের ১৮ বছরের ঊর্ধ্বে যোগ্যতা সম্পন্ন নাগরিকদের জন্য এটি দারুন একটি চাকরি পাওয়ার সুযোগ।

আপনার জন্য Department of Printing and Publications DPP Job Circular 2024 ভালো একটি সুযোগ হতে পারে, যদি আপনি সরকারি চাকরিতে ২০২৪ সালে যোগ দিতে চান।

আমরা মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ ২০২৪ সার্কুলার এর সকল প্রয়োজনীয় তথ্য উল্লেখ করেছি। আপনি যদি মনোযোগ সহকারে mudron o prokashona odhidoptor job circular 2024 পড়েন, তাহলে আপনি খুব সহজে এই চাকরির সম্পর্কিত সকল তথ্য জানতে পারবেন।

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে ২৬ অক্টোবর ২০২৩ ইং। মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর এ সার্কুলারে মাধ্যমে মোট ৫১২ জনকে ২২টি চাকরির ক্যাটাগরি পদে চাকরি দিবে। আবেদনে আগ্রহী ব্যক্তিদের কে http://dpp.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে চাকরির আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন শুরুর সময় ০১ নভেম্বর ২০২৩ ইং সকাল ১০ টা থেকে ও শেষ সময় ৩০ নভেম্বর ২০২৩ ইং বিকাল ৫ টা পর্যন্ত।

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ ২০২৪

আপনার মধ্যে যদি শিক্ষাগত যোগ্যতা ও আগ্রহ থাকে তাহলে আপনি এই মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ ২০২৪ সার্কুলারে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই সরকারি চাকরিতে আপনার আবেদন করা উচিত কেননা এটি একটি বাংলাদেশের বিশাল বড় সরকারি চাকরির সার্কুলার।

অনেক সংখ্যক শূন্য পদ থাকায় মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর জব সার্কুলার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এজন্য অবহেলা না করে আপনার যোগ্যতা অনুযায়ী চাকরির সঠিক আবেদন করুন। কেননা সঠিকভাবে আবেদন করার মাধ্যমে আপনি হয়তো সরকারি চাকরি পেতে পারেন।

আপনাকে আগে থেকে বলে রাখছি, আপনি অবশ্যই মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ ২০২৪ এ চাকরির আবেদন করা পূর্বে এই আর্টিকেলটি ভালো করে পড়ে নিবেন। কেননা সকল তথ্য ভালো করে দেখলে আপনি সঠিকভাবে চাকরির আবেদন করতে পারবেন।

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগকর্তার নামমুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
নিয়োগকর্তার ধরনসরকারি
প্রকাশের তারিখ২৬ অক্টোবর ২০২৩ ইং
চাকরির ধরনসরকারি চাকরি
চাকরির সময়স্থায়ী চাকরি
মোট ক্যাটাগরি২২টি
মোট লোক৫১২ জন
শিক্ষাগত যোগ্যতাঅষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি, স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে
চাকরির স্থানঅফিসিয়াল চাকরি বিজ্ঞপ্তিতে দেখুন
লিঙ্গনারী ও পুরুষ উভয়
অভিজ্ঞতানতুনরা অভিজ্ঞতা সম্পন্ন উভয় ব্যক্তি চাকরির পদ অনুযায়ী আবেদন করতে পারবে
বয়স০১ অক্টোবর ২০২৩ ইং তারিখ অনুযায়ী, সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর, ও কোটা প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে
বেতন৮,২৫০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা
আবেদন করার পদ্ধতিhttp://dpp.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশ করে অনলাইনে চাকরির আবেদন করতে হবে
আবেদন ফি১১২, ২২৩, ও ৩৩৪ টাকা
ফি জমা দেওয়ার পদ্ধতিটেলিটক মোবাইল নাম্বার
আবেদন করার শুরুর তারিখ০১ নভেম্বর ২০২৩ ইং
আবেদন করার শেষ তারিখ৩০ নভেম্বর ২০২৩ ইং বিকাল ৫ টা
আবেদন করার ওয়েবসাইটhttp://dpp.teletalk.com.bd

যোগাযোগের ঠিকানা

নামমুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
কর্তৃপক্ষের ধরনসরকারি
ঠিকানা
ওয়েবসাইটhttps://dpp.gov.bd/

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর চাকরির পদের নাম ও শূন্য পদ

ক্রমিক নংপদের নামশূন্য পদ
০১কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)০১ জন
০২সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)০২ জন
০৩সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪)০৩ জন
০৪লাইব্রেরিয়ান (ইউ, ডি, এ)০১ জন
০৫সহকারী লাইব্রেরিয়ান (ইউ, ডি, এ)০১ জন
০৬অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর৫৮ জন
০৭হিসাব সহকারী৩১ জন
০৮সহকারী স্টোর কিপার১২ জন
০৯সেলসম্যান০৩ জন
১০গাড়ি চালক০৬ জন
১১পাম্প চালক০৩ জন
১২ডেসপাচ রাইডার০৫ জন
১৩অফিস সহকারী৩২ জন
১৪নিরাপত্তা প্রহরী১৮ জন
১৫পোর্টার১২৩ জন
১৬পরিছন্নতাকর্মী০২ জন
১৭কপিহোল্ডার২৬ জন
১৮সহকারী চেকার০৬ জন
১৯মেকানিক (মেকানিক্যাল)০২ জন
২০ইলেকট্রিশিয়ান০১ জন
২১বাইন্ডার১৭২ জন
২২কাউন্টার (প্রেসের জন্য)০৪ জন

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ ২০২৪ ইমেজ/pdf

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে আমরা এখানে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ ২০২৪ সার্কুলার ইমেজ সংযুক্ত করেছি। যা থেকে আপনি খুব সহজে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তির সকল প্রয়োজনীয় তথ্য দেখে নিতে পারবেন।

দয়া করে এই মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তি ২০২৪ সম্পর্কে বিস্তারিত জানতে, নিজের সংযুক্ত করা সার্কুলার ইমেজ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন।

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ ২০২৩ ইমেজ ০১ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ ২০২৩ ইমেজ ০২

প্রকাশের সূএ: ইত্তেফাক, ২৬ অক্টোবর ২০২৩ ইং।

অনলাইন আবেদন শুরু হবে: ০১ নভেম্বর ২০২৩ ইং সকাল ১০ টা।

আবেদন করার শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৩ ইং বিকাল ৫ টা।

আবেদন করার ওয়েবসাইট: http://dpp.teletalk.com.bd

আরো চাকরির খবর



মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর চাকরির আবেদন করার পদ্ধতি

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর চাকরির আবেদন করতে আপনাকে অবশ্যই http://dpp.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর সঠিকভাবে অনলাইনে চাকরির আবেদন পত্র পূরণ করে, টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে চাকরির আবেদন ফি জমা দিতে হবে।

অনলাইনে চাকরির আবেদনপত্র পূরণ করার নিয়ম

  1. সর্বপ্রথম আপনাকে http://dpp.teletalk.com.bd ওয়েবসাইটে যেতে হবে, অনলাইনে চাকরির আবেদন ফরম পূরণ করতে।
  2. তারপর আপনাকে “Application Form” লেখাতে ক্লিক করতে হবে।
  3. আপনাকে আপনার মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর চাকরির পদ নির্বাচন করতে হবে চাকরির আবেদন ফরম পূরণ করার জন্য।
  4. এখন আপনাকে “Yes” অথবা “No” সিলেক্ট করতে হবে। আপনি যদি অল জবস টেলিটক এর প্রিমিয়াম মেম্বার হন তাহলে “Yes” সিলেক্ট করবেন, আর যদি না হন তাহলে “No” ক্লিক করবেন।
  5. এখন আপনি মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর চাকরির আবেদন ফরম সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।
  6. এখন “Next” বাটনে ক্লিক করুন, পরবর্তী ধাপে যাওয়ার জন্য।
  7. এখন আপনার পরিষ্কার ছবি ও সিগনেচার পিকচার আপলোড করুন। মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর অফিসিয়াল নোটিশ এর সাইজ অনুযায়ী। (ছবিরসাইজ সর্বোচ্চ ১০০ kb, সিগনেচারের সাইজ সর্বোচ্চ ৬০ kb)
  8. সর্বশেষ, “Submit” বাটনে ক্লিক করুন চাকরির আবেদন জমা দেওয়ার জন্য।
  9. চাকরির আবেদন ফরমটি প্রিন্ট করে নিন।

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর চাকরির আবেদন ফি জমা দেওয়ার নিয়ম

নোট: আপনার সংগ্রহীত চাকরির অনলাইন আবেদন কপিতে “User ID” দেখতে পাবেন। ওই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে চাকরির আবেদন ফি জমা দিতে হবে।

জানা জুরুরি: চাকরিপ্রার্থীদের কে অবশ্যই অনলাইনে চাকরির আবেদন ফরম পূরণ করার পর 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে চাকরির আবেদন ফি জমা দিতে হবে।

প্রথম এসএমএস: DPP <স্পেস> ইউজার আইডি লিখে পাঠাতে হব 16222 নম্বরে।

উদাহারন: DPP BBAACC পাঠাতে হবে 16222 নাম্বারে।

আপনি এখন একটা ফিরতি মেসেজ পাবেন। এই মেসেজের মধ্যে নির্দেশনা থাকবে যে আপনাকে কিভাবে দ্বিতীয় মেসেজ করতে হবে চাকরিতে আবেদন করার জন্য। এবং প্রথম মেসেজ রিপ্লেতে আপনি পিন নাম্বার পাবেন এই পিন নাম্বার ব্যবহার করে দ্বিতীয় মেসেজ করতে হবে।

দ্বিতীয় এসএমএস: DPP <স্পেস> Yes <স্পেস>Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।

উদাহারন: DPP Yes Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।

সঠিকভাবে চাকরির আবেদন জমা দেওয়া হলে, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক একটি কনগ্রাচুলেশন্স ফিরতি মেসেজ পাবেন।

মনে রাখবেন হবে

অনলাইনে চাকরির আবেদন পত্রে দেয়া ফোন নাম্বারে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় মেসেজ করে জানানো হবে। সেজন্য নাকি উক্ত নাম্বারটি সচল রাখতে হবে এবং এসএমএস গুলো পড়া এবং সে নির্দেশনা অনুসরণ করতে হবে।

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর চাকরির পরীক্ষা

অন্যান্য সরকারি চাকরির মতই আপনাকে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর চাকরির পরীক্ষা দিতে হবে। মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর চাকরির পরীক্ষা ০২টি ধাপে হয়ে থাকে। ধাপ ০২টি হলােঃ

  1.  লিখিত পরীক্ষা
  2.  মৌখিক পরীক্ষা
  3.  কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ হিসাবে)।

যারা লিখিত পরীক্ষায় পাশ করবে তারাই মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হবে। মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। নিচে প্রয়োজনীয়  কাগজপত্র গুলো উল্লেখ করা হলো।

  •  জাতীয় পরিচয় পত্র। (ভোটার আইডি কার্ড)
  •  সকল স্তরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  •   চাকরির কোটাতে আবেদন করলে,  চাকরির কোটার সনদপত্র। (প্রতিবন্ধী, মুক্তিযুদ্ধা, উপজাতি)
  •  চারিত্রিক সনদপত্র।
  •  নাগরিকত্ব সনদপত্র।
  •  চাকরির আবেদনের কপি।

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর চাকরির প্রবেশপত্র

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর  প্রবেশপত্র প্রকাশিত হলে আপনি ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে টেলিটক ওয়েবসাইট থেকে আপনার চাকরির  প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর চাকরি এডমিট কার্ড প্রকাশিত হলে আপনাকে মেসেজ করে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর জানিয়ে দেবে।

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর চাকরির পরীক্ষার সময়সূচী

চাকরিপ্রার্থীদের কে সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা দিতে হবে, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক চাকরির জন্য নির্বাচিত হওয়ার জন্য। মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর পরীক্ষা গ্রহনের সময়সূচী, পরীক্ষার কেন্দ্র সহ পরীক্ষা সম্পর্কিত সকল তথ্য আপনাকে চাকরির আবেদন ফরমে দেওয়া মোবাইল নাম্বারে জানিয়ে দেওয়া হবে।

এছাড়াও আপনি মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর অফিশিয়াল ওয়েবসাইটে থেকে চাকরির পরীক্ষার সময়সূচি সহ, চাকরি পরীক্ষার বিস্তারিত জানতে পারবেন।

শেষ কথা,

আপনি যদি মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ ২০২৪ এ আবেদন করার জন্য যোগ্যতা সম্পন্ন হন, তাহলে আর দেরি না করে আপনার দ্রুত চাকরির আবেদন করা উচিত। অবশ্য চাকরিতে আবেদন করা পূর্বেই উপরে সংযুক্ত করা মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অফিশিয়াল ইমেজ ভালো করে দেখে নিবেন।

আর হ্যাঁ আপনাকে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনার যদি নিয়মিত বাংলাদেশের সরকারি চাকরির খবর প্রয়োজন হয়, তাহলে আমাদের ওয়েবসাইটে নিয়মিত বাংলাদেশের সকল সরকারি চাকরির খবর দেখতে পারেন।

Leave a Comment