পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪ সার্কুলার – ৩৬০০ জনকে নিবে

পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

পুলিশ কনস্টেবল পদে ৩৬০০ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এটি সরাসরি বাংলাদেশ পুলিশ কর্তৃক বাংলাদেশ পুলিশ অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

আমরা বাংলাদেশ পুলিশ কনস্টেবল চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে এখানে Police Constable Job Circular 2024 এর বিস্তারিত তথ্য প্রকাশ করেছি। এছাড়া পরিষ্কার সার্কুলার ইমেজ এখানে সংযুক্ত করেছে যা থেকে আপনি খুব সহজেই পুলিশ কনস্টেবল জব সার্কুলার 2024 সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪ সার্কুলার

১৮ জানুয়ারি ২০২৪ ইং তারিখে, পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ হয়েছে। বাংলাদেশ পুলিশ এই সার্কুলার মাধ্যমে সর্বমোট ৩ হাজার ছয়শত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের কনস্টেবল পদে নিয়োগ দিবে। নূন্যতম এসএসসি পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে এই কনস্টেবল চাকরিতে আবেদন করা যাবে।

কনস্টেবল চাকরির আবেদন অনলাইনে http://police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট সময়ের মধ্যে চাকরির আবেদন করতে হবে। অনলাইনে আবেদন শুরু হবে ১৯ জানুয়ারি ২০২৪ ইং সকাল ১০ ঘটিকা থেকে আবেদন শেষ হবে ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ইং রাত ১১ টা ৫৯ মিনিটে।

পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তির জেলাভিত্তিক শূন্য পদ

আমরা পুলিশ কনস্টেবল চাকরিপ্রার্থীদের সুবিধার্থে এ প্রশ্নের মধ্যে জেলা ভিত্তিক শূন্য পদ উল্লেখ করেছি। নিচে থেকে দয়া করে আপনার জেলার শূন্য পদ দেখে নিন।

ক্রমিক নংজেলার নামপুরুষ মহিলামোট
০১ঢাকা২৫৬৪৫৩০১
০২গাজীপুর৭২১৩৮৫
০৩মানিকগঞ্জ৩০০৫৩৫
০৪মুন্সীগঞ্জ৩১০৫৩৬
০৫নারায়ণগঞ্জ৬৩১১৭৪
০৬নরসিংদী৪৭০৮৫৫
০৭ফরিদপুর৪১০৭৪৮
০৮গোপালগঞ্জ২৫০৪২৯
০৯মাদারীপুর২৫০৪২৯
১০রাজবাড়ী২২০৪২৬
১১শরীয়তপুর২৪০৪২৪
১২কিশোরগঞ্জ৬২১১৭৩
১৩টাঙ্গাইল৭৬১৪৯০
১৪ময়মনসিংহ১০৯১৯১২৮
১৫জামালপুর৪৯০৯৫৮
১৬নেত্রকোনা৪৭০৮৫৫
১৭শেরপুর২৯০৫৩৪
১৮চট্টগ্রাম১৬২২৯১৯১
১৯বান্দরবান০৮০২১০
২০কক্সবাজার৪৯০৯৫৮
২১ব্রাহ্মণবাড়িয়া৬০১১৭১
 ২২চাঁদপুর৫১০৯৬০
২৩কুমিল্লা১১৪২০১৩৪
২৪কুড়িগ্রাম২১০২১৫
২৫ফেনী৩১০৫৩৬
২৬লক্ষীপুর৩৭০৭৪৪
২৭নোয়াখালী৬৬১২৭৮
২৮রাঙ্গামাটি১৩০২১৫
২৯রাজশাহী৫৫১০৬৫
৩০জয়পুরহাট১৯০৩২২
৩১পাবনা৫৪০৯৬৩
৩২সিরাজগঞ্জ৬৬১২৭৮
৩৩নওগাঁ৫৫১০৬৫
৩৪নাটোর৩৬০৬৪২
৩৫চাঁপাইনবাবগঞ্জ৩৫০৬৪১
৩৬বগুড়া৭২১৩৮৫
৩৭রংপুর৬১১১৭২
৩৮দিনাজপুর৫৪১১৭৫
৩৯গাইবান্ধা৫০০৯৫৯
৪০কুড়িগ্রাম৪৪০৮৫২
৪১লালমনিরহাট২৭০৫৩২
৪২নীলফামারী৩৯০৭৪৬
৪৩পঞ্চগড়২১০৪২৫
৪৪ঠাকুরগাঁও৩০০৫৩৫
৪৫খুলনা৪৯০৯৫৮
৪৬যশোর৫৯১০৬৯
৪৭ঝিনাইদহ৩৮০৭৪৫
৪৮মাগুরা২০০৩২৩
৪৯নড়াইল১৫০৩১৮
৫০বাগেরহাট৩১০৬৩৭
৫১সাতক্ষীরা৪২০৭৪৯
৫২চুয়াডাঙ্গা২৪০৪২৮
৫৩কুষ্টিয়া৪১০৭৪৮
৫৪মেহেরপুর১৪০২১৬
৫৫বরিশাল৪৯০৯৫৮
৫৬ভোলা৩৮০৭৪৫
৫৭ঝালকাঠি১৪০৩১৭
৫৮পিরোজপুর২৪০৪২৮
৫৯বরগুনা১৯০৩২২
৬০পটুয়াখালী৩৩০৬৩৯
৬১সিলেট৭৩১৩৮৬
৬২মৌলভীবাজার৪১০৭৪৮
৬৩সুনামগঞ্জ৫২০৯৬১
৬৪হবিগঞ্জ৪৪০৮৫২
পুরুষ: ৩০৬০মহিলা: ৫৪০মোট: ৩৬০০ জন

জেলাভিত্তিক শূন্য পদ অফিশিয়াল ইমেজ

এছাড়াও আপনি ইচ্ছা করলে নিচে সংযুক্ত করা পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪ সার্কুলার অফিশিয়াল ইমেজ থেকে আপনার জেলা শূন্য পদ দেখে নিতে পারেন।

%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95%20%E0%A6%B6%E0%A7%82%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%20%E0%A6%AA%E0%A6%A6%20%E0%A6%85%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B2%20%E0%A6%87%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9C

পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

ন্যূনতম এসএসসি পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪ সার্কুলার এ আবেদন করা যাবে। অবশ্যই চাকরিপ্রার্থীর বয়স ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ অনুযায়ী, ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন প্রকার কম বা বেশি গ্রহণযোগ্য পাবে না।

এজন্য অবশ্যই চাকরিতে আবেদন করার পূর্বে আপনার বয়স বিষয়ে নিশ্চিত করতে হবে যে সার্কুলার ইমেজ অনুযায়ী আপনি একজন যোগ্য ব্যক্তি।

পুলিশ কনস্টেবল চাকরির আবেদন করার জন্য অনলাইনে বাংলাদেশের সরকারি চাকরির ওয়েবসাইট টেলিটক ভিজিট করতে হবে। এই লিংকে http://police.teletalk.com.bd গিয়ে অনলাইনে চাকরির আবেদন পত্র পূরণ করতে হবে।

এছাড়া টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে এসএমএস এর মাধ্যমে চাকরির আবেদনের ৪০ টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে। নিচে থেকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ২০২৪ সম্পর্কে আরো বিস্তারিত জানুন।

পুলিশ কনস্টেবল শারীরিক যোগ্যতা

বিবরণপুরুষমহিলা
উচ্চতাসাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চিসাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি
বুকের মাপসাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি
ওজনবয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবেবয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে
দৃষ্টিশক্তি৬/৬৬/৬

ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ২০২৪

নিয়োগকর্তার নামবাংলাদেশ পুলিশ
নিয়োগকর্তার ধরনসরকারি
প্রকাশের তারিখ১৮ জানুয়ারি ২০২৪ ইং
চাকরির ধরনসরকারি চাকরি
চাকরির সময়স্থায়ী চাকরি
মোট ক্যাটাগরি০১টি
মোট লোক৩৬০০ জন
শিক্ষাগত যোগ্যতাকোন স্বীকৃত বোর্ড থেকে এসএসসি পাশ হতে হবে
চাকরির স্থান
লিঙ্গনারী ও পুরুষ উভয়ই
অভিজ্ঞতানতুনরা, ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা উভয়রা চাকরির পদ অনুযায়ী চাকরিতে আবেদন করতে পারবে
বয়স০৭ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ অনুযায়ী, সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছর।
বেতন৯,০০০ থেকে ২১,৮০০ টাকা
আবেদন করার পদ্ধতিঅনলাইনে http://police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে করতে হবে
আবেদন ফি৪০ টাকা
ফি জমা দেওয়ার পদ্ধতিটেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে SMS এর মাধ্যমে চাকরির আবেদন ফি দিতে হবে
আবেদন করার শুরুর তারিখ১৯ জানুয়ারি ২০২৪ ইং সকাল ১০ টা
আবেদন করার শেষ তারিখ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ইং বিকাল ৫ টা পর্যন্ত
আবেদন করার ওয়েবসাইটhttp://police.teletalk.com.bd

যোগাযোগের ঠিকানা

নামপুলিশ কনস্টেবল
কর্তৃপক্ষের ধরনসরকারি
ইমেইলoic_opscr@police.gov.bd
পিএবিএক্স
ফ্যাক্স নাম্বার01320001299
ঠিকানাপুলিশ হেডকোয়ার্টার ৬, ফিনিক্স রোড, ফুলবাড়িয়া ঢাকা – ১০০০
ওয়েবসাইটhttps://police.gov.bd

পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪ ইমেজ/pdf

পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিশিয়াল ইমেজ এখানে সংযুক্ত করা হয়েছে। পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪ সার্কুলার ইমেজ সর্বপ্রথম অফিসিয়ালয় ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল।

আপনি যদি মনোযোগ সহকারে নিচের দেওয়া পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অফিসিয়াল ইমেজ শেষ পর্যন্ত পড়েন, তাহলে সার্কুলার সম্পর্কিত সকল তথ্য আপনি পরিষ্কার ভাবে জানতে পারবেন। বিস্তারিত জানার জন্য নিচের সংযুক্ত করা সার্কুলার ইমেজ মনোযোগ দিয়ে পড়ে নিন।

%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%20%E0%A6%95%E0%A6%A8%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AC%E0%A6%B2%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97%20%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AA%20%E0%A6%87%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9C%20%E0%A7%A6%E0%A7%A7%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%20%E0%A6%95%E0%A6%A8%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AC%E0%A6%B2%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97%20%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AA%20%E0%A6%87%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9C%20%E0%A7%A6%E0%A7%A8%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%20%E0%A6%95%E0%A6%A8%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AC%E0%A6%B2%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97%20%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AA%20%E0%A6%87%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9C%20%E0%A7%A6%E0%A7%A9%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%20%E0%A6%95%E0%A6%A8%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AC%E0%A6%B2%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97%20%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AA%20%E0%A6%87%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9C%20%E0%A7%A6%E0%A7%AA%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%20%E0%A6%95%E0%A6%A8%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AC%E0%A6%B2%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97%20%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AA

প্রকাশ: অফিসিয়াল ওয়েবসাইট, ১৮ জানুয়ারী ২০২৪ ইং।

আবেদন করার শুরুর তারিখ: ১৯ জানুয়ারি ২০২৪ ইং সকাল ১০ টা।

আবেদন করার শেষ তারিখ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ইং বিকাল ৫ টা পর্যন্ত।

আবেদন করার ওয়েবসাইট: http://police.teletalk.com.bd

আরো চাকরির খবর



পুলিশ কনস্টেবল চাকরির আবেদন করার নিয়ম

পুলিশ কনস্টেবল চাকরির আবেদন করতে আপনাকে অবশ্যই http://police.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। এছাড়াও নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনার পছন্দের চাকরির আবেদন ফি নিচের দেওয়া নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে।

অনলাইনে চাকরির আবেদন করার নিয়ম

  1. সর্বপ্রথম আপনাকে http://police.teletalk.com.bd ওয়েবসাইটে যেতে হবে, অনলাইনে চাকরির আবেদন ফরম পূরণ করতে।
  2. তারপর আপনাকে “Application Form” লেখাতে ক্লিক করতে হবে।
  3. আপনাকে আপনার পুলিশ কনস্টেবল চাকরির পদ নির্বাচন করতে হবে চাকরির আবেদন ফরম পূরণ করার জন্য।
  4. এখন আপনাকে “Yes” অথবা “No” সিলেক্ট করতে হবে। আপনি যদি অল জবস টেলিটক এর প্রিমিয়াম মেম্বার হন তাহলে “Yes” সিলেক্ট করবেন, আর যদি না হন তাহলে “No” ক্লিক করবেন।
  5. এখন আপনি পুলিশ কনস্টেবল চাকরির আবেদন ফরম সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।
  6. এখন “Next” বাটনে ক্লিক করুন, পরবর্তী ধাপে যাওয়ার জন্য।
  7. এখন আপনার পরিষ্কার ছবি ও সিগনেচার পিকচার আপলোড করুন। পুলিশ কনস্টেবল অফিসিয়াল নোটিশ এর সাইজ অনুযায়ী। (ছবিরসাইজ সর্বোচ্চ ১০০ kb, সিগনেচারের সাইজ সর্বোচ্চ ৬০ kb)
  8. সর্বশেষ, “Submit” বাটনে ক্লিক করুন চাকরির আবেদন জমা দেওয়ার জন্য।
  9. চাকরির আবেদন ফরমটি প্রিন্ট করে নিন।

পুলিশ কনস্টেবল চাকরির আবেদন ফি জমা দেওয়ার নিয়ম

নোট: আপনার সংগ্রহীত চাকরির অনলাইন আবেদন কপিতে “User ID” দেখতে পাবেন। ওই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে চাকরির আবেদন ফি জমা দিতে হবে।

জানা জুরুরি: চাকরিপ্রার্থীদের কে অবশ্যই অনলাইনে চাকরির আবেদন ফরম পূরণ করার পর 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে চাকরির আবেদন ফি জমা দিতে হবে।

প্রথম এসএমএস: POLICE <স্পেস> ইউজার আইডি লিখে পাঠাতে হব 16222 নম্বরে।

উদাহারন: POLICE BBAACC পাঠাতে হবে 16222 নাম্বারে।

আপনি এখন একটা ফিরতি মেসেজ পাবেন। এই মেসেজের মধ্যে নির্দেশনা থাকবে যে আপনাকে কিভাবে দ্বিতীয় মেসেজ করতে হবে চাকরিতে আবেদন করার জন্য। এবং প্রথম মেসেজ রিপ্লেতে আপনি পিন নাম্বার পাবেন এই পিন নাম্বার ব্যবহার করে দ্বিতীয় মেসেজ করতে হবে।

দ্বিতীয় এসএমএস: POLICE <স্পেস> Yes <স্পেস>Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।

উদাহারন: POLICE Yes Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।

সঠিকভাবে চাকরির আবেদন জমা দেওয়া হলে, পুলিশ কনস্টেবল কর্তৃক একটি কনগ্রাচুলেশন্স ফিরতি মেসেজ পাবেন।

মনে রাখুন

অনলাইনে চাকরির আবেদন পত্রে দেয়া ফোন নাম্বারে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় মেসেজ করে জানানো হবে। সেজন্য নাকি উক্ত নাম্বারটি সচল রাখতে হবে এবং এসএমএস গুলো পড়া এবং সে নির্দেশনা অনুসরণ করতে হবে।

পুলিশ কনস্টেবল চাকরির পরীক্ষা

অন্যান্য সরকারি চাকরির মতই আপনাকে পুলিশ কনস্টেবল চাকরির পরীক্ষা দিতে হবে। পুলিশ কনস্টেবল চাকরির পরীক্ষা ০২টি ধাপে হয়ে থাকে। ধাপ ০২টি হলােঃ

  1.  লিখিত পরীক্ষা
  2.  মৌখিক পরীক্ষা
  3.  কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ হিসাবে)।

যারা লিখিত পরীক্ষায় পাশ করবে তারাই মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হবে। মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। নিচে প্রয়োজনীয়  কাগজপত্র গুলো উল্লেখ করা হলো।

  •  জাতীয় পরিচয় পত্র। (ভোটার আইডি কার্ড)
  •  সকল স্তরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  •   চাকরির কোটাতে আবেদন করলে, চাকরির কোটার সনদপত্র। (প্রতিবন্ধী, মুক্তিযুদ্ধা, উপজাতি)
  •  চারিত্রিক সনদপত্র।
  •  নাগরিকত্ব সনদপত্র।
  •  চাকরির আবেদনের কপি।

পুলিশ কনস্টেবল চাকরির প্রবেশপত্র

পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর  প্রবেশপত্র প্রকাশিত হলে আপনি ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে টেলিটক ওয়েবসাইট থেকে আপনার চাকরির  প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। পুলিশ কনস্টেবল চাকরি এডমিট কার্ড প্রকাশিত হলে আপনাকে মেসেজ করে পুলিশ কনস্টেবল জানিয়ে দেবে।

পুলিশ কনস্টেবল চাকরির পরীক্ষার সময়সূচী

চাকরিপ্রার্থীদের কে সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা দিতে হবে, পুলিশ কনস্টেবল কর্তৃক চাকরির জন্য নির্বাচিত হওয়ার জন্য। পুলিশ কনস্টেবল পরীক্ষা গ্রহনের সময়সূচী, পরীক্ষার কেন্দ্র সহ পরীক্ষা সম্পর্কিত সকল তথ্য আপনাকে চাকরির আবেদন ফরমে দেওয়া মোবাইল নাম্বারে জানিয়ে দেওয়া হবে।

তাছাড়া আপনি পুলিশ কনস্টেবল অফিশিয়াল ওয়েবসাইটে থেকে চাকরির পরীক্ষার সময়সূচি সহ, চাকরি পরীক্ষার বিস্তারিত জানতে পারবেন।

শেষ কথা,

দেশের হয়ে কাজ করার আগ্রহ থাকলে আপনার এই পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪ সার্কুলার এ অবশ্যই আবেদন করা উচিত। কেননা আপনি এই পুলিশ কনস্টেবল জব সার্কুলার সঠিকভাবে আবেদন করার মাধ্যমে আপনি হয়তোবা এই সরকারি চাকরি পেতে পারেন।

তাই অবহেলা না করে নির্দিষ্ট সময়ের এক দিন পূর্বেই সঠিকভাবে আপনার চাকরির আবেদন করে নিন। কেননা অনেক সময় সার্ভার জনিত সমস্যার কারণে চাকরির আবেদন করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।

Leave a Comment