বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2024 – ১৮৩টি শূন্য পদ

বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হয়েছে। যারা সরকারি চাকরিতে আবেদন করতে চাই, তাদের জন্যে বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ ভালো একটি সুযোগ। বাংলাদেশের সকল যোগ্যতা সম্পন্ন ব্যাক্তিগণ চাকরিতে আবেদন করতে পারবে। আপনি আমাদের ওয়েবসাইটে বস্ত্র অধিদপ্তর নিয়োগ ২০২৪ (Department of Textiles DOT Job Circular 2024) বিস্তারিত দেখতে পাবেন। তাই ভালো করে পুরো বস্ত্র অধিদপ্তর নিয়োগ ২০২৪ সার্কুলার পোস্টটি পড়ুন।

বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2024

 বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশের তারিখ ০৪ মে ২০২৩। বস্ত্র অধিদপ্তর ১৮৩ জন লোক নিবে ০৪টি ক্যাটাগরিতে। আবেদন করতে হবে অনলাইনে ১৪ মে ২০২৩ থেকে ১৪ জুন ২০২৩ এর মধ্যে। অনলাইনে আবেদন করার ওয়েবাসাইট http://dot.teletalk.com.bd। নির্বাচিত চাকরির পদ অনুযায়ী আবেদন ফি দিতে হবে। চাকরির আবেদন ফি হচ্ছে ১১২ ও ২২৩ টাকা।

বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

আমার কাছে মনে হয়, বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অন্যতম সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি এই মে মাসে। এই সার্কুলারে বেশি সংখ্যক শূন্যপদ থাকায় চাকরি পাওয়ার সুযোগ অনেক বেশি। তাই বাংলাদেশের সরকারি চাকরি প্রার্থীদের দারুন সুযোগ।

বাংলাদেশের সকল যোগ্যতা সম্পন্ন ব্যাক্তিরা এই চাকরিতে আবেদন করতে পারবে। আপনার যদি যোগ্যতা থাকে চাকরিতে আবেদন করার, তাহলে আপনার জন্যেও ভালো একটি সুযোগ হতে পারে। সরকারি চাকরিতে বা বস্ত্র অধিদপ্তর নিয়োগে আবেদন করতে চাইলে, মনোযোগ সহকারে সার্কুলার নোটিশ দেখে সঠিক চাকরির পদ বেছে নিন।

বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2024

প্রতিষ্ঠানবস্ত্র অধিদপ্তর
প্রতিষ্ঠানের ধরনসরকারি
সার্কুলার প্রকাশের তারিখ০৪ মে ২০২৩
চাকরির ধরনসরকারি চাকরি
চাকরির সময় ফুল টাইম সরকারি চাকরি
মোট পদ০৪
মোট লোক১৮৩
শিক্ষাগত যোগ্যতানূন্যতম এসএসসি পাশ
চাকরির আবেদন প্রক্রিয়াhttp://dot.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে চাকরির আবেদন সম্পন্ন করতে হবে
আবেদন করা শুরুর তারিখ১৪ মে ২০২৩
আবেদন করার শেষ তারিখ১৪ জুন ২০২৩
আবেদন করার ওয়েবসাইটhttp://dot.teletalk.com.bd
অফিসিয়াল ওয়েবসাইটhttp://www.dot.gov.bd

চাকরির শূন্য পদ, শিক্ষাগত যোগ্যতা, বেতন

০১. পদের নাম:  টেইলার মাস্টার।

মোট শূন্য পদ: ০৬টি।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: কোন স্বীকৃত ইন্সটিটিউট হইতে ড্রেস মেকিংসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) টেক্সটাইল কোর্স পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ০৩ (তিন) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।

বেতন: ১১,০০০ – ২৬,৫৯০/- (গ্রেড-১৩)

০২. পদের নাম:  টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট।

মোট শূন্য পদ: ৫৬টি। (৩০টি স্থায়ী ও ২৬টি অস্থায়ী)

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: কোন স্বীকৃত ইন্সটিটিউট হইতে প্রথম বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) টেক্সটাইল কোর্স পাশ।

বেতন: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

০৩. পদের নাম:  ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট

মোট শূন্য পদ: ২৬টি (৮টি স্থায়ী ও ১৮টি অস্থায়ী)

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অথবা কোন স্বীকৃত ইন্সটিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) টেক্সটাইল কোর্স পাশ।

বেতন: ৮৮০০-২১৩১০/- (গ্রেড-১৮)

০৪. পদের নাম:  অফিস সহায়ক

মোট শূন্য পদ: ৯৫টি (২৪টি স্থায়ী ও ৭১টি অস্থায়ী)

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: কোন স্বীকৃত ইন্সটিটিউট হইতে প্রথম বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) টেক্সটাইল কোর্স পাশ।

বেতন: ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০)

বস্ত্র অধিদপ্তর নিয়োগ ২০২৪ সার্কুলার

আমরা চাকরিপ্রার্থীদের সুবিধার্থে এই পেজে অফিশিয়াল সার্কুলার নোটি সংযুক্ত করে দিয়েছি। আপনি সংযুক্ত সার্কুলার নোটিশে বস্ত্র অধিদপ্তর নিয়োগ সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

আরো চাকরির খবর দেখুন


  1. চাকরির খবর ২০২৪
  2. সরকারি চাকরি
  3. প্রাইভেট চাকরি

বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2023%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%20%E0%A6%85%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%202023 02%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%20%E0%A6%85%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%202023 03

বস্ত্র অধিদপ্তর চাকরির আবেদন

বস্ত্র অধিদপ্তর চাকরির আবেদন করার জন্য আপনাকে বাংলাদেশের সরকারি চাকরির আবেদন করার ওয়েবসাইট টেলিটকে যেতে হবে। http://dot.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে চাকরির আবেদন ফরম পূরণ করতে হবে। তাছাড়া টেলিটক মোবাইল নাম্বার ব্যবহার করে চাকরির আবেদন ফি জমা দিতে হবে।

dot.teletalk.com.bd আবেদন ফরম পূরন করার নিয়ম

  1. সর্বপ্রথম আপনাকে http://dot.teletalk.com.bd যেতে হবে চাকরির আবেদন পূরণ করার জন্য
  2. তারপর আপনাকে “Apply Now” বাটনে ক্লিক করতে হবে।
  3. আপনাকে আপনার বস্ত্র অধিদপ্তরচাকরির পদ নির্বাচন করতে হবে চাকরির আবেদন ফরম পূরণ করার জন্য।
  4. এখন আপনাকে “Yes” অথবা “No” সিলেক্ট করতে হবে। আপনি যদি অল জবস টেলিটক এর প্রিমিয়াম মেম্বার হন তাহলে “Yes” সিলেক্ট করবেন, আর যদি না হন তাহলে “No” ক্লিক করবেন।
  5. এখন আপনিবস্ত্র অধিদপ্তর চাকরির আবেদন ফরম সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।
  6. এখন “Next” বাটনে ক্লিক করুন, পরবর্তী ধাপে যাওয়ার জন্য।
  7. এখন আপনার পরিষ্কার ছবি ও সিগনেচার পিকচার আপলোড করুন।বস্ত্র অধিদপ্তর অফিসিয়াল নোটিশ এর সাইজ অনুযায়ী। (ছবিরসাইজ সর্বোচ্চ ১০০ kb, সিগনেচারের সাইজ সর্বোচ্চ ৬০ kb)
  8. সর্বশেষ, “Submit” বাটনে ক্লিক করুন চাকরির আবেদন জমা দেওয়ার জন্য।
  9. চাকরির আবেদন ফরমটি প্রিন্ট করে নিন।

চাকরির আবেদন ফি জমা দেওয়ার নিয়ম

নোট: আপনার সংগ্রহীত চাকরির অনলাইন আবেদন কপিতে “User ID” দেখতে পাবেন। ওই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে চাকরির আবেদন ফি জমা দিতে হবে।

জানা জুরুরি: চাকরিপ্রার্থীদের কে অবশ্যই অনলাইনে চাকরির আবেদন ফরম পূরণ করার পর 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে চাকরির আবেদন ফি জমা দিতে হবে।

প্রথম SMS : DOT <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: DOT ABCDEF

Reply : Applicant’s Name Tk. 556 / – Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DOT Yes PIN and send to 16222.

দ্বিতীয় SMS DOT <space> Yes <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: DOT YES 12345678 and send to 16222.

Reply Congratulations Applicant’s Name, payment completed successfully for Name Application for Post xxxxxxxx User ID is (ABCDEF) and Password (XXXXXXXX)

মনে রাখবেন

Online আবেদনপত্রে প্রার্থীর দেওয়া মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় প্রয়োজনীয় তথ্য জানানো হবে। সেজন্যে উক্ত নম্বরটি সার্বক্ষণিক খোলা রাখতে হবে, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

বস্ত্র অধিদপ্তর চাকরির পরীক্ষা

অন্যান্য সরকারি চাকরির মতই আপনাকে বস্ত্র অধিদপ্তর চাকরির পরীক্ষা দিতে হবে। বস্ত্র অধিদপ্তর চাকরির পরীক্ষা দুটি ধাপে হয়ে থাকে। ধাপ দুটি হলােঃ

  1. লিখিত পরীক্ষা
  2. মৌখিক পরীক্ষা

যারা লিখিত পরীক্ষায় পাস করবে তারাই মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হবে। মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। নিচে প্রয়োজনীয়  কাগজপত্র গুলো উল্লেখ করা হলো।

  • জাতীয় পরিচয় পত্র। (ভোটার আইডি কার্ড)
  • সকল স্তরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  • চাকরির কোটাতে আবেদন করলে, চাকরির কোটার সনদপত্র। (প্রতিবন্ধী, মুক্তিযুদ্ধা, উপজাতি)
  • চারিত্রিক সনদপত্র।
  • নাগরিকত্ব সনদপত্র।
  • চাকরির আবেদনের কপি।

বস্ত্র অধিদপ্তর চাকরির প্রবেশপএ

বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর প্রবেশেপএ প্রকাশিত হলে আপনি ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে টেলিটক ওয়েবসাইট থেকে আপনার চাকরির এডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন। বস্ত্র অধিদপ্তর চাকরি এডমিট কার্ড প্রকাশিত হলে আপনাকে মেসেজ করে বস্ত্র অধিদপ্তর জানিয়ে দেবে।

বস্ত্র অধিদপ্তর চাকরির পরীক্ষার সময়সূচী

চাকরিপ্রার্থীদের কে সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা দিতে হবে, বস্ত্র অধিদপ্তর কর্তৃক চাকরির জন্য নির্বাচিত হওয়ার জন্য।  পরীক্ষা গ্রহনের সময়সূচী, পরীক্ষার কেন্দ্র সহ পরীক্ষা সম্পর্কিত সকল তথ্য আপনাকে চাকরির আবেদন ফরমে দেওয়া মোবাইল নাম্বারে জানিয়ে দেওয়া হবে। তাছাড়া আপনি বস্ত্র অধিদপ্তর অফিশিয়াল ওয়েবসাইটে থেকে চাকরির পরীক্ষার সময়সূচি সহ, চাকরি পরীক্ষার বিস্তারিত জানতে পারবেন।

হেল্পলাইন/সাহায্য

বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে নিচে বর্ণিত নাম্বার বা ইমেইলের মাধ্যমে কর্তৃপক্ষের কাছ থেকে সাহায্য নিন।

  • টেলিটক হেল্পলাইন নম্বর: 121 (যেকোনো টেলিটক নাম্বার থেকে)
  • ইমেইল: [email protected] (ইমেইল করার মাধ্যমে যোগাযোগ করতে পারবেন)
  • ফেসবুক পেজ:https://www.facebook.com/alljobsbdTeletalk

শেষ কথা,

চাকরিটা আবেদন করার পূর্বে অবশ্যই বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2024 মনোযোগ সহকারে পড়ে নিবেন। তারপর সঠিক চাকরির পদ নির্বাচন করে ধৈর্য ধরে সময় নিয়ে সঠিকভাবে চাকরির আবেদন ফরম পূরণ করবেন। এবং তারপর বাকি কাজ সম্পন্ন করে চাকরির আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে ফেলবেন।

এমন নিয়মিত বাংলাদেশের সরকারি চাকরি ও জনপ্রিয় চাকরির খবর আপডেট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিসিট করতে পারেন।

Leave a Comment