১১০ জনকে নিয়োগ দিবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। চাকরির আবেদন করা লাগবে অনলাইনে। চাকরির আবেদন শুরুর তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ও শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৩। চাকরির আবেদন করার ওয়েবসাইট হচ্ছে breb.teletalk.com.bd। এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে চাকরির আবেদন ফরম পূরন করতে হবে, নিদিষ্ট সময়েম মধ্যে। দয়াকরে বিস্তারিত নিচে সংযুক্ত সার্কুলারে দেখুন।